× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাইজারে বন্যায় মারা গেছে ৪৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম । আপডেটঃ ২১ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

ছবি:সংগৃহীত।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। এর মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি নাগরিক।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্যানুযায়ী, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে সাত হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।  

অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মৃতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৭০ জন এবং বন্যায় গবাদিপশু মারা গেছে ২৫৭টি।

ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় বন্যা প্রতিরোধ কমিটি।  এ ছাড়া প্রাথমিকভাবে তিন হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় ওই কমিটি।  

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার এক হাজার দুইশ কোটি সিএফএ ফ্রাঁ, যা প্রায় ২১ দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলারের সমান বরাদ্দ করেছে।

আনাদোলু জানায়, বিশ্বব্যাপী সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশে বৃষ্টির ধরন পাল্টে যাওয়ায় এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি হচ্ছে।টানা বর্ষণে নাইজারের আট অঞ্চলে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল ২০২৪ সালে।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.