ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের ‘বীর’ আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার (২১ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কিম জং উন সম্প্রতি রাশিয়ায় কর্মরত উত্তর কোরীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাদের ধন্যবাদ জানান বিদেশের মাটিতে দায়িত্ব পালনের জন্য। বিশেষ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে বিভিন্ন কমব্যাট ইউনিটে উত্তর কোরীয় সেনাদের নেতৃত্বকে ‘উল্লেখযোগ্য’ ও ‘প্রশংসনীয়’ বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কিম। রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মান জানানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্স আরও জানিয়েছে, ইতোমধ্যেই ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, আরও একটি নতুন সেনা বহর রাশিয়ায় পাঠানোর পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।
সূত্র: রয়টার্স