× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক।

২১ আগস্ট ২০২৫, ১৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার ঘটনায় দায়ের করা ৮ মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট এ জামিন মঞ্জুর করেন।

বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের সেই রায় বাতিল করে, যেখানে এসব মামলায় ইমরান খানের জামিন আবেদন খারিজ করা হয়েছিল।

আদালত বলেছে, যদি অন্য কোনো মামলায় তাকে অভিযুক্ত না করা হয়, তাহলে তাকে মুক্তি দিতে হবে। তবে দুর্নীতির একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আপাতত কারাগারে থাকতেই হচ্ছে ৭২ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান বর্তমানে সন্ত্রাসবাদ থেকে দুর্নীতিসহ একাধিক মামলার মুখোমুখি। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শীর্ষ নেতারাও সামরিক স্থাপনায় হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইমরান খানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ভাঙচুর চালায়।

সূত্র: আনাদোলু

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.