× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক।

২১ আগস্ট ২০২৫, ১৯:০৪ পিএম

ছবি:সংগৃহীত।

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ইউক্রেন যুদ্ধ শেষের আলোচনায় বার বার অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অন্তত আরও দুই মাসের মধ্যে কমাবে না এমন ইঙ্গিত মেলায় তেলের দাম কমেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। মার্কিন জ্বালানি তথ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে দেশটিতে তেলের মজুত ৬ মিলিয়ন ব্যারেল কমেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। এছাড়া, গ্যাসোলিনের মজুতও প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। জেট ফুয়েলের ব্যবহার ২০১৯ সালের পর সর্বোচ্চ হয়েছে, যা শক্তিশালী চাহিদার ইঙ্গিত দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দিন ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি ব্যারেল ৬৭ দশমিক ১১ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম হয় ৬৩ ডলার। আগের সেশনেও দুটি সূচকেই দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় দামও চাঙ্গা হয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনা অনিশ্চয়তার কারণে দাম আরও কিছুদিন ধরে রাখতে পারে। ইউক্রেন-রাশিয়ার শান্তিচুক্তি হলে আবার দাম কমার সম্ভাবনা আছে। ফলে এর প্রভাব দেশিয় বাজারে পড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

এদিকে রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল আছে। রুশ তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও ভারতীয় রিফাইনার নায়ারা এনার্জির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও ভারতীয় কোম্পানিগুলো আবারও রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে। 

সূত্র: রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.