× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামরিক মহড়ায় সফল ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম

ছবি:সংগৃহীত।

ইরানের নৌবাহিনী সামরিক মহড়া ‘ইকতেদার ১৪০৪’ সফলভাবে সম্পন্ন করেছে। দুই দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে  সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। 

ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে গত বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ ও ডেস্ট্রয়ার ‘সাবালান’ থেকে একযোগে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ ও জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।

‘কাদের’ একটি মাঝারি পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সমুদ্র বা উপকূল থেকে নিক্ষেপ করা যায়। এটি উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুল নিশানার জন্য পরিচিত।অন্যদিকে, ‘গাদির’ হলো একটি দীর্ঘ পাল্লার, রাডার-এড়িয়ে চলতে সক্ষম জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের জাহাজে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। এই মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.