× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি, আগ্রাসন চালালে পাল্টা জবাব

২৩ আগস্ট ২০২৫, ১৩:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আক্রমণকারীরা যে কোনো ধরনের আগ্রাসন চালালে দেশটির সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দেবে ‘অনুতাপজনক শক্তি’ দিয়ে।

তিনি বলেন, শত্রুপক্ষের যে কোনো শত্রুভাবাপন্ন পদক্ষেপের জবাব দিতে ইরানের সেনারা সর্বদা প্রস্তুত। খবর আইআরএনএ'র। 

প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে শুক্রবার এক বার্তায় এ কথা জানান তিনি। বার্তায় আমির হাতামি উল্লেখ করেন, ইরানের প্রতিরক্ষা খাত নানামুখী নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ আত্মনির্ভরশীল। ১৯৮০-এর দশকে ইরাক আরোপিত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই দেশটি সফট ও হার্ড পাওয়ার উভয় ক্ষেত্রেই দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ইরান কোনো বিদেশি অনুমতির ওপর নির্ভর করে না। বরং দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সম্পদ কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা অব্যাহতভাবে বাড়ানোই সেনাবাহিনীর মূল লক্ষ্য।

ইরানের প্রতিরক্ষা কৌশলে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মেজর জেনারেল হাতামি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.