× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখলেন তুর্কি ফার্স্টলেডি

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০২৫, ০০:০৪ এএম

ছবি :সংগৃহীত।

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত শিশুদের পক্ষে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান।

দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদন অনুযায়ী, এমিন এরদোয়ান এক চিঠিতে মেলানিয়া ট্রাম্পের ইউক্রেনীয় শিশুদের পক্ষে নেয়া অবস্থানের প্রশংসা করে তাকে আহ্বান জানান ফিলিস্তিনি শিশুদের পক্ষেও সেই সমর্থন সম্প্রসারিত করতে।

চিঠিতে তিনি লেখেন:
‘গাজার হাজারো শিশুর কাফনের কাপড়ে লেখা ‘অজ্ঞাত শিশু’ শব্দটি আমাদের বিবেকের গভীরে অপূরণীয় ক্ষতের সৃষ্টি করে। গাজা আজ যেন ‘শিশুদের কবরস্থান’ হয়ে উঠেছে।

তুরস্কের ফার্স্ট লেডি আরও বলেন:

‘আপনি যেভাবে ইউক্রেনীয় শিশুদের অধিকার রক্ষায় সোচ্চার হয়েছিলেন, আমি বিশ্বাস করি গাজার শিশুদের ক্ষেত্রেও আপনি একই সংবেদনশীলতা দেখাবেন। আমাদের উচিত এই অবিচারের বিরুদ্ধে আমাদের কণ্ঠ ও শক্তিকে ঐক্যবদ্ধ করা।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.