× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্মীয় মেলায় গিয়ে প্রাণ হারাল ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম

ছবি:সংগৃহীত।

ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় মেলায় অংশ নিতে গিয়ে প্রাণ হারাল ৮জন। ট্রাক্টরের সঙ্গে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন অনেকে। এই ট্রাক্টর করে ভক্তরা মেলায় যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে  উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবার অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই সময় একটি ট্রাক্টরে প্রায় ৬০ থেকে ৬১ জন ভক্ত ছিলেন। তারা কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দিলে এটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন, যাদের মধ্যে একজন শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বাকি আহতরা বর্তমানে স্থিতিশীল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং বলেন, ‘আলিগড় সীমান্তে মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৩ জন ছাড়া বাকি সবার অবস্থা স্থিতিশীল। কনটেইনার চালককে আটক করা হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.