× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম

ছবি:সংগৃহীত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চারদিনের সফরে চীনে যাবেন। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে সবশেষ এ বছরের মে মাসে দেখা করেছিলেন পুতিন। রাশিয়ার বিজয় দিবসে আমন্ত্রণ পেয়ে মস্কোতে কয়েকদিনের সফর করেছিলেন জিন পিং। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বৈঠকে বসেবেন পুতিন ও  জিন পিং।

ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন বলেছেন, চারদিনের সফরে চীনে যাচ্ছেন পুতিন। সফরকালে বৃহৎ-পরিসরে আলোচনার পরিকল্পনা করা হয়েছে।’ তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।

তবে আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সফরে পুতিন সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সামিটে অংশ নেবেন। আগস্টের ৩১ থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সামিট। চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিও বিন সম্প্রতি বলেছেন, এই সামিটে দেশের অঞ্চলগুলোর প্রধান, ২০টি দেশের প্রধান এবং ১০জন আন্তর্জাতিক অর্গানাইজেশনের প্রধান উপস্থিত থাকবে। তবে সেখানে পুতিন থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আরটি জানিয়েছে, হাই রিভারের তীরে চীনের প্রেসিডেন্ট একই সময়ে কয়েকটি বৈঠক রেখেছেন। এসময়ে জিন পিং বৈশ্বিক নেতা ও তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.