× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ আগস্ট ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনিদের জন্য সমন্বিত ও যৌথ পদক্ষেপ গ্রহণের জন্য দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 

সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসি (ইসলামী সহযোগিতা সংস্থা) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এদিন উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সমষ্টিগত পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের ওপর একটি টেকসই সমাধানের জন্য সমন্বিত চাপ প্রয়োগ করা জরুরি।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে গাজায় চলমান ইসরায়েলি হামলা ও মানবিক সংকট নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান ও প্রতিক্রিয়া সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬২ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিধ্বস্ত গাজা উপত্যকায় এখন দুর্ভিক্ষের পরিস্থিতিও তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.