× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঁধের গেট খুলে দিয়েছে ভারত, পাকিস্তানে বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত।

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের তাওয়াই নদীর বাঁধের গেট খুলে দেওয়ায় প্রচণ্ড বেগে পানি ঢুকছে পাকিন্তানে। ফলে পাকিস্তানের বন্যার আশঙ্কা তৈরী হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নদীর আশেপাশের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

টানা ভারী বৃষ্টিতে বাঁধের পানি উপচে পড়ায় ভারত গেটগুলো খুলে দিয়েছে ফলেই যে বন্যার শঙ্কা তৈরী হয়েছে তা নয় পাকিস্তানের ওই এলাকাগুলোতে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটির প্রভাবে নদী ফুলেফেঁপে উঠছে। এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বার্তাসংস্থা আনাদোলুকে জানায়, বৃষ্টিতে বাঁধের পানি উপচে পড়ায় ভারত পানি ছেড়ে দিয়েছে।

সংস্থাটির মুখপাত্র আরও জানান, শুধু যে ভারত পানি ছেড়েছে এ কারণে নদীর পানি বাড়ছে এমন নয়। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলেও যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটির প্রভাবেও নদী ফুলেফেঁপে উঠছে।

গত রোববার ভারত পাকিস্তানকে বন্যার আগাম সতর্কবার্তা দেয়। গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে। এরপর এবারই প্রথম দেশটি নদীর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.