× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় আক্রমণ চালাতে গিয়ে ফেঁসে গেল ইসরায়েল, ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দখলদার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক।

৩০ আগস্ট ২০২৫, ১৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে স্থানীয় স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১১ জন গুরুতর আহত হন। রক্তক্ষয়ী এই হামলায় কিছু লজিস্টিক সুবিধাও ধ্বংস করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ওই হামলায় আরও চার সেনা নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির জেইতুন এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তীব্র গুলিবর্ষণের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠায়। পরিস্থিতি থেমে থেমে উত্তপ্ত হয়ে ওঠে এবং সর্বশেষ অবস্থা এখনও পরিষ্কার নয়।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) এ হামলার ঘটনা ঘটেছিল। যার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল চালু করে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দি হওয়া ঠেকাতে ব্যবহৃত হয়। হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়ে চুকাতে হবে। এই ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভয়াবহ এই সংঘর্ষের পর, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৪৫৫ জনে পৌঁছেছে। তবে হামাস দাবি করছে যে, ইসরায়েল সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে এবং নিহতদের সংখ্যা আরও বেশি।

উল্লেখ্য, গাজায় চলমান এই সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বাড়ছে, এবং উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.