গাজা উপত্যকায় হামাসের প্রত্যাশিত নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে রবিবার ফিলিস্তিনি এই গোষ্ঠীটি নিশ্চিত করেছে। ইসরায়েল তিন মাসেরও বেশি আগে এক বিমান হামলায় তাকে হত্যা করার দাবি করেছিল।
ফিলিস্তিনি গোষ্ঠীটি শনিবার প্রকাশিত ছবিতে সিনওয়ারকে অন্য রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে দেখা গেছে, যাদেরকে 'সামরিক কাউন্সিলের শহীদ' হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েল এর আগে জুন মাসে জানিয়েছিল, তারা খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচের একটি সুড়ঙ্গ থেকে মোহাম্মদ সিনওয়ারের দেহ শনাক্ত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ১৩ মে তাকে 'হত্যা' করার দাবি করেছিল।
মোহাম্মদ সিনওয়ার ছিলেন ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই, যাকে ইসরায়েল ৭ অক্টোবর ২০২৩-এর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে। ওই হামলার পর থেকেই গাজায় চলমান যুদ্ধ শুরু হয়। কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার আল-কাসাম ব্রিগেডের সামরিক কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের চালানো হামলায় এক হাজার ২১৯ জন নিহত হয়েছিল, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক। এই হামলার প্রতিশোধে ইসরায়েল পাল্টা অভিযান শুরু করে। গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৩৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক।