× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক।

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম । আপডেটঃ ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম

ছবি: সংগৃহীত।

চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি এক্স পোস্টে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। এ ছাড়া ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রিভোট দেশটির উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা করা।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গাজার অবস্থা খুবই ভয়াবহ।

এদিকে জুলাইয়ের শেষে ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, তার দেশ আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পাশাপাশি আরও একাধিক দেশ এ সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আবার কেউ কেউ স্বীকৃতির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে।

চলতি বছরের এপ্রিলে ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘ সদস্যের সদস্যভুক্ত দেশগুলোর প্রায় ৭৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।

বেলজিয়াম জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন। এর আগে জুলাইয়ে দেশটির প্রসিকিউটররা ইসরায়েলি দুজন সেনার বিরুদ্ধে গাজায় নৃশংসতার অভিযোগে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ জানায়।

সূত্র: আলজাজিরার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.