× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেই হাত-পা, চোখ—গাজায় স্থায়ী পঙ্গুত্বের শিকার ২১ হাজার শিশু

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭ পিএম । আপডেটঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০ পিএম

ছবি: সংগৃহীত।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ ও প্রতিবন্ধী হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ

বুধবার জাতিসংঘের ‘কমিটি অন দ্য রাইটস অব পারসনস উইথ ডিসঅ্যাবিলিটিজ’ জানিয়েছে, ৭ অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ৫০০ শিশু যুদ্ধ-সম্পর্কিত বিভিন্ন আঘাতে আহত হয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি শিশু এখন প্রতিবন্ধী।

প্রতিবেদনে বলা হয়, এসব শিশুদের অনেকেই হাত-পা হারিয়েছে, কেউ কেউ চোখে দেখতে পায় না, অনেকে আবার মানসিকভাবে ভেঙে পড়েছে। অথচ চিকিৎসা পাওয়ার মতো অবস্থা নেই সেখানে। কারণ বেশিরভাগ হাসপাতাল গুঁড়িয়ে গেছে, ওষুধ নেই, চিকিৎসকও অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.