মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি কলেছেন, শুল্ক আরোপের পর ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কোনো শুল্ক ছাড়াই’ বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ‘দ্য স্কট জেনিংস রেডিও শো’তে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন, যারা শুল্ক দিয়ে আমাদের হত্যা করে। ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করে। ব্রাজিলও আমাদের হত্যা করে।’
ট্রাম্প দাবি করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি শুল্ক সম্পর্কে ‘পৃথিবীর যেকোনো মানুষের চেয়ে ভালো’ জানেন।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর কর আরোপের পরই নয়াদিল্লি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।
ভারতকে ‘সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আর আপনারা জানেন, তারা এখন যুক্তরাষ্ট্রকে ভারতে আর কোনো শুল্ক না থাকার প্রস্তাব দিয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যদি শুল্ক আরোপ না করতাম তারা কখনোই এই প্রস্তাব দিত না। সুতরাং, শুল্ক থাকতে হবে। আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে যাচ্ছি।
এটিই প্রথমবার নয় যে ট্রাম্প এমন মন্তব্য করেছেন। এর আগে সোমবার তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে ‘সম্পূর্ণ একপেশে’ এবং ‘একপেশে বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের এই শুল্ককে ‘অযৌক্তিক এবং অনুচিত’ বলে আখ্যা দিয়েছে ভারত। দেশটি জানিয়েছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সূত্র: এনডিটিভি।