× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনায় আরব আমিরাতের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইসরায়েলকে সতর্ক করে বলেছে যে, যদি দেশটি অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে পুরোপুরি যুক্ত করে, তাহলে তা হবে একটি ‘চূড়ান্ত সীমা লঙ্ঘন’। এ ধরনের পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনার পরিপন্থী এবং তা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করবে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইউএই, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। ওই চুক্তির শর্ত ছিল যে, ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাদ দেবেন। যদিও নেতানিয়াহু তখন বলেছিলেন, এই পরিকল্পনা ‘সাময়িকভাবে স্থগিত’ করা হয়েছে।

এখন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার-পঞ্চমাংশকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে।

ইউএই'র জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেন, "শুরু থেকেই আমরা আব্রাহাম চুক্তিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার একটি কূটনৈতিক সুযোগ হিসেবে দেখেছি। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত ইউএইর জন্য চরম সীমা লঙ্ঘনের শামিল হবে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.