× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক খার তহসিলের কাউসার ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইডি) মাধ্যমে করা হয়। পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে ওইদিনই, সন্ত্রাসীরা জেলার লোই মামুন্ড তহসিলের লাঘারি এলাকায় একটি কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানায় আক্রমণ করলে একজন পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হন। সূত্র জানিয়েছে, হামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং বেসামরিক নাগরিক নাজিব খান আহত হন।

জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ইসরার খান ডনকে জানান, আহতদের তাৎক্ষণিকভাবে খারের জেলা সদর দপ্তর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা একটি কোয়াডকপ্টারের মাধ্যমে থানায় আরেকটি আক্রমণ চালায় কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ডনের প্রতিবেদনে বলা হয়, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কয়েক সপ্তাহ আগে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অপারেশন সারবাকাফের শুরু করে নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় পাল্টা প্রতিশোধ হিসেবে এ হামলা হতে পারে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.