× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিস্ফোরক বোঝাই ড্রোনে কেঁপে উঠল ইসরায়েলি বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১ পিএম

ছবি: সংগৃহীত।

দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামোন বিমানবন্দরে আঘাত হেনেছে ড্রোন। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা এ ড্রোন হামলা চালিয়েছে। শক্তিশালী বিস্ফোরক বোঝাই ড্রোনে কেঁপে ওঠে বিমানবন্দরটি।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর কিছুক্ষণ পরই রামোন বিমানবন্দরে আছড়ে পড়ে এ ড্রোন।

সাধারণত ইসরায়েলি আকাশসীমায় ড্রোন বা মিসাইল প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে আজকের রোববারের (৭ সেপ্টেম্বর) হামলার সময় কোনো সাইরেন বাজেনি। কেন বাজেনি তা এখন তদন্ত করছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া ড্রোনটি কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিলো সেটিও খুঁজে বের করা হবে বলে জানিয়েছে দখলদার বাহিনী।

ড্রোন আঘাত হানার পর পর রামোন বিমানবন্দর ও আশপাশের এলাকার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

হুতিদের ড্রোন বিস্ফোরিত হয়ে দুজন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সেবাপ্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম।

এরমধ্যে একজনের গায়ে ড্রোনের ধ্বংসাবশেষ এসে লেগেছে। অপরজন প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে জানা যায় আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ড্রোনটি বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে। এতে সেখানে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রীকে হত্যা করে ইসরায়েল। হুতিরা এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। এরপর থেকে তারা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন ছুড়ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.