ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বিজ্ঞানীরা তৈরি করা নতুন ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা পেয়েছে। এখন এটি সকল রোগীর ব্যবহারের জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে।
রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে ঘোষণা দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন মিলে চলতি মাসেই বাজারে এন্টারোমিক্স নামের এই ভ্যাকসিন ছাড়ানো হবে।
রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রথম এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি ক্যানসারের টিকা।
দীর্ঘদিন ধরে ক্যানসারকে অনিরাময়যোগ্য রোগ হিসেবে ধরা হলেও, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি এই ভয় কমিয়েছে। এখন ক্যানসার মানেই মৃত্যুর নিশ্চয়তা নয়, বরং এটি নিয়ন্ত্রণযোগ্য রোগে পরিণত হচ্ছে।
রাশিয়া ক্যানসার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করেছে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার ও ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন ট্রায়ালে শতভাগ সফলতা পেয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
এন্টারোমিক্স হলো প্রথম এমআরএনএ প্রযুক্তির ক্যানসার ভ্যাকসিন, যা রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তিশালী করে তোলে। এই প্রযুক্তি দিয়েই আগে করোনার টিকা তৈরি হয়েছিল।
গবেষণায় দেখা গেছে, টিকাটি ক্যানসারের প্রাথমিক ও মধ্যম পর্যায়ে সবচেয়ে কার্যকর। এটি কেবল ক্যানসার কোষ ধ্বংস করে না, বড় টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে।
টিকা গ্রহণকারীদের শরীরে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা রয়েছে।