× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলন্ত বাসে মুহুর্মুহু গুলিতে ঝরল পাঁচ ইসরায়েলির প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশনের কাছে একটি চলন্ত বাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া রক্তক্ষয়ী এই হামলায় আরও কমপক্ষে ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে হামলার ঘটনাটি ঘটে।

এমডিএ জানিয়েছে, বন্দুকধারীরা ৬২ নম্বর একটি বাসে উঠে যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় জড়িত দুইজনকে পরে "নিষ্ক্রিয়" করা হয়েছে। ঘটনার পরপরই জেরুজালেম শহরের ভেতরে ও বাইরে সব প্রবেশ ও বহির্গমনের পথ সাময়িকভাবে বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী।

এমডিএ-র প্যারামেডিক নাদাভ তাইব বলেন, গুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি রাস্তায়, ফুটপাতে ও বাস স্টপের পাশে অনেক মানুষ অচেতন অবস্থায় পড়ে আছেন। চারপাশে ভাঙা কাঁচ ও ধ্বংসস্তূপ ছিল। আমরা আহতদের চিকিৎসা শুরু করি এবং হাসপাতালে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।

এছাড়া ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিমও ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেয়।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে। তারা নিহত হয়েছে না পালিয়ে গেছে— এটি এখনো নিশ্চিত নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.