× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সহিংসতায় আহতদের চিকিৎসায় যে সিদ্ধান্ত নিলো নেপাল সরকার

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সহিংসতায় আহত হয়েছে শতশত মানুষ। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের অধীন সব ফেডারেল হাসপাতালকে আহতদের দ্রুত এবং বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী প্রাদীপ পোখরেল। 

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জেন-জেড’ নামক গোষ্ঠীর দ্বারা আয়োজিত এই বিক্ষোভে যারা আহত হয়েছেন, তাদের জন্য তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এছাড়াও, মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অ্যাম্বুলেন্স সেবা আরও কার্যকর করার নির্দেশ দিয়েছে, যাতে প্রয়োজনীয় এলাকায় সময়মতো অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে।

কাঠমান্ডু উপত্যকার অ্যাম্বুলেন্স সেবা নেটওয়ার্ককে হাসপাতাল থেকে রেফার করা রোগীদের পরিবহনে সহায়তা করতে বলা হয়েছে।

একইসঙ্গে চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা ঐক্যবদ্ধভাবে আহতদের চিকিৎসায় অংশগ্রহণ করে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করে।

সূত্র: দ্য হিমালয়ান

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.