× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাঠমান্ডু নামতে না পেরে ১১৪ যাত্রী নিয়ে ঢাকায় ফেরত এলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০ পিএম

ছবি:সংগৃহীত।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণ করতে না পেরে ১১৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরত এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

জানা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের বিজি ৩৭১ ফ্লাইটটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়, যা বাংলাদেশ সময় দুপুর ২টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

তবে সরকার বিরোধী বিক্ষোভের জেরে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়। এরপর বাধ্য হয়ে বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়।

এদিকে, দুর্নীতি ও সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্রও।

তবে সরকার পতনের পরও থেমে নেই উত্তেজনা। এ পরিস্থিতিতে দেশটিতে থাকা বাংলাদেশিদের বাড়ির বাইরে বের না হয়ে, নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত নেপালে ভ্রমণ না করার জন্য সব বাংলাদেশি নাগরিককে পরামর্শ দেয়া হচ্ছে।

জানা গেছে, বর্তমানে নেপালে প্রায় ৩০০ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। এছাড়া কিছু ব্যবসায়ী ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীও রয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.