× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন নিহত, বাস্তুচ্যুত ৬ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১২ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন এবং ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রসহ বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার ফলে ফিলিস্তিনিরা এখন নিরাপদ আশ্রয়ের অভাবে দিশেহারা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে গাজা সিটির বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। শুধু গাজা সিটিতেই ৪৯ জন নিহত হলেও গোটা গাজা উপত্যকায় ওই দিনে ইসরায়েলি হামলায় মোট ৬২ জন ফিলিস্তিনি প্রাণ হারান। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, 'অবরোধ আর লাগাতার হামলার মধ্যে গাজা সিটির বাসিন্দারা এখন অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।'

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বাহিনী গাজা সিটিকে পুরোপুরি দখলের লক্ষ্যেই ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পাচ্ছে না।

এদিকে, অনেকে দক্ষিণের শরণার্থী শিবিরের অমানবিক পরিস্থিতি দেখে আবার গাজা সিটিতে ফিরে আসছেন। কারণ আল-মাওয়াসি ক্যাম্প এবং দেইর আল-বালাহ এলাকা অতিরিক্ত ভিড়ে জর্জরিত এবং বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এখনো প্রায় ৯ লাখ মানুষ গাজা সিটিতে অবস্থান করছেন। অন্যদিকে, ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছে যে, গাজা সিটি থেকে আড়াই লাখের বেশি মানুষ পালিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.