× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত।

তুরস্কে প্রধান বিরোধী দলের ওপর সরকারি দমন-পীড়নের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন। এরই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগ দাবি করে রাজধানী আঙ্কারায় বিশাল সমাবেশ করেছে রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)।

রোববার (১৪ সেপ্টেম্বর) আঙ্কারার তানদোগান স্কয়ারে আয়োজিত এই গণসমাবেশে অংশ নেন কয়েক লাখ মানুষ। সমাবেশস্থলে তুরস্কের জাতীয় পতাকা এবং সিএইচপির ব্যানার হাতে উপস্থিত জনতা এরদোয়ানের বিরুদ্ধে জোরালো স্লোগান দেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সিএইচপির বহু নেতা ও স্থানীয় সরকার কর্মকর্তা, বিশেষ করে মেয়রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু, যিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত।

সিএইচপির অভিযোগ, এই গ্রেপ্তারগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধীদের দমন করতেই সরকার পরিকল্পিতভাবে এসব করছে। দলটির শীর্ষ নেতা ওজগুর ওজেল সমাবেশে বলেন, “এই মামলাগুলো মিথ্যা ও রাজনৈতিক। আমাদের নেতারা নির্দোষ।”

তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে এরদোয়ান প্রশাসন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং আইন অনুযায়ী কাজ করছে।

এদিকে, ২০২৩ সালে করা একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজ, যেখানে সিএইচপির জাতীয় কংগ্রেস বাতিলের আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি কংগ্রেস বাতিল হয়, তবে দলের নেতৃত্বে বড় পরিবর্তন আসতে পারে— যা সিএইচপিকে অভ্যন্তরীণ সংকটে ফেলতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.