× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফের ভিনদেশের নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সেনারা আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার একটি মাদকবাহী নৌকা ধ্বংস করেছে।

স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি জানান, অভিযানে তিনজন নিহত হয়েছে। তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি যে নৌকাটিতে সত্যিই মাদক ছিল।

এর আগে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই অভিযানকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। মার্কিন সিনেটর মার্কো রুবিওকে তিনি আখ্যা দেন ‘মৃত্যু ও যুদ্ধের প্রভু’ হিসেবে।

ট্রাম্প বলেন, ‘আজ সকালে আমার নির্দেশে মার্কিন সেনারা দ্বিতীয়বারের মতো সহিংস মাদক কার্টেল ও নারকো-টেররিস্টদের ওপর হামলা চালিয়েছে। এরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

ট্রাম্পের শেয়ার করা ভিডিওতে একটি নৌকা বিস্ফোরণে আগুন ধরে যেতে দেখা গেছে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলে কোকেন ও ফেন্টানিলের বস্তা ছড়িয়ে ছিল। ‘সব রেকর্ড করা হয়েছে, কারণ আমরা জানি আপনারা (মিডিয়া) আমাদের প্রশ্ন করবেন,’ দাবি করেন তিনি।

এর আগে রুবিও প্রথম নৌকা ধ্বংসের ঘটনাকে সমর্থন দিয়ে বলেছিলেন, ওয়াশিংটনের কাছে ‘১০০ শতাংশ নিশ্চিত প্রমাণ’ ছিল। তার ভাষায়, ‘কিছু নৌকা উড়িয়ে দিতে হবে। মাদুরো সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

অন্যদিকে মাদুরো সোমবার বলেন, ‘তাদের বোমা হুমকির মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সম্পূর্ণ ভেঙে গেছে। ভেনেজুয়েলা নিজের আত্মরক্ষার বৈধ অধিকার পূর্ণভাবে প্রয়োগ করবে।’

আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় প্রথম নৌকায় প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘন করতে পারে।

ঘটনার পর ভেনেজুয়েলা প্রতিক্রিয়াস্বরূপ দুটি এফ-১৬ যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর এক ডেস্ট্রয়ারের উপর উড়ায়। জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দেন, কোনো ভেনেজুয়েলার বিমান যদি মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলে, তবে সেটি গুলি করে নামানো হবে।

এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল অভিযোগ করেছেন, মার্কিন সেনারা একটি ছোট মাছ ধরার নৌকা আট ঘণ্টা অবৈধভাবে জব্দ করেছিল। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ‘যুদ্ধ উসকে দিয়ে কারাকাসে শাসন পরিবর্তনের অজুহাত তৈরি করাই মার্কিন উদ্দেশ্য।’

২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর পুনর্নির্বাচনকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বহু দেশ স্বীকৃতি দেয়নি। বিরোধী প্রার্থী এডমুন্ডো গনসালেস ভোটে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন বলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিরোধীরা প্রমাণ হাজির করেছে।

মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই মাদুরোকে ‘কার্টেল অব দ্য সানস’-এর নেতৃত্বের অভিযোগে অভিযুক্ত করছেন। এমনকি তার গ্রেপ্তারের তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছে ওয়াশিংটন।

মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের ‘সাম্রাজ্যবাদী চক্রান্ত’। তিনি ভেনেজুয়েলাবাসীকে নাগরিক মিলিশিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি চাকরিজীবীদেরও চাপ প্রয়োগ করে এ বাহিনীতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

সূত্র: বিবিসি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.