ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার জন্য।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব লারিজানি শীর্ষ কূটনৈতিক উপদেষ্টাদের নিয়ে রিয়াদে পৌঁছান। সেখানে তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনার মূল বিষয় হবে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা।
এ সফর ইরান-সৌদি আরবের মধ্যে চলমান কূটনৈতিক বিনিময়ের অংশ, যা এ বছরের শুরুর দিকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের তেহরান সফরের পর শুরু হয়েছিল।
লারিজানির সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় বিষয়ক সহকারী মোহাম্মদ আলি বেক এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বৈদেশিক নীতি বিষয়ক উপ-প্রধান আলি বাগেরি কানি।
ইরানি প্রতিনিধি দল সৌদি প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
লারিজানির এই সফর তার আঞ্চলিক কূটনৈতিক সফরের তৃতীয় ধাপ। গত মাসে তিনি বাগদাদ ও বৈরুত সফর করেছিলেন আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে।
সূত্র: মেহের নিউজ