× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের ফোন, মোদির পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম

ছবি: সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের আগের রাতে গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে শুভেচ্ছা জানান মোদিকে।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদি একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।’

তিনি আরও লেখেন, ‘আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। পাশাপাশি রাশিয়া–ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’

এটাই ১৭ জুনের পর মোদি–ট্রাম্পের প্রথম ফোনালাপ। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ট্রাম্প ফোন করেছিলেন মোদিকে, তবে সেসব কল তিনি রিসিভ করেননি।

যুক্তরাষ্ট্র–ভারতের বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন চললেও জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোনকে অনেকেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ইতিবাচক ইঙ্গিত’ হিসেবে দেখছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.