× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাশিয়া-বেলারুশের সামরিক মহড়ায় অংশ নিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪১ পিএম

ছবি: সংগৃহীত।

রাশিয়া ও বেলারুশ সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করতে একটি যৌথ সামরিক মহড়া আয়োজন করেছে। এই মহড়ায় দক্ষিণ এশিয়ার অন্যতম ক্ষমতাধর দেশ ভারত, ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ আরও কয়েকটি দেশ অংশ নেয়, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটে।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, রাশিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই কৌশলগত মহড়ায় অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্কসংক্রান্ত বিরোধ চলাকালে এই অংশগ্রহণ রাশিয়া-ভারত সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার ইঙ্গিত দিচ্ছে। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করলে নয়াদিল্লি চাপে পড়ে যায়। 

ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।

এছাড়া রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার কারণে ট্রাম্প ভারতকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে পরোক্ষভাবে মস্কোর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন। সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, চীন, রাশিয়া এবং ভারতের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠছে, যা তাদেরকে "চীনের গভীর ও অন্ধকার প্রভাবের" মধ্যে টেনে নিচ্ছে। 

তিনি এই মন্তব্য করেন তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের প্রেক্ষাপটে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে দেশটি ৬৫ জন সশস্ত্র বাহিনীর সদস্য পাঠিয়েছে। ভারত ছাড়াও ইরান, বুরকিনা ফাসো, কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) ও মালি থেকেও সেনাবাহিনী ও বিশেষ টাস্ক ফোর্স পাঠানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রুশ বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, মহড়ার শেষ ধাপের নেতৃত্ব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সামরিক পোশাকে মহড়ার পর্যবেক্ষণ করেন।

তাসের রিপোর্ট অনুযায়ী, ইরানও এই মহড়ায় অংশ নেয়, যদিও দেশটির সরকারিভাবে সেনাবাহিনী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। ইরান দীর্ঘদিন ধরেই রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত সহযোগী। 

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাহেদ সিরিজের আত্ম-বিধ্বংসী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। সম্প্রতি তেহরানে ইসরায়েলি হামলার পর কাস্পিয়ান সাগরেও ইরান ও রাশিয়া যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। 

এ দিকে এই মহড়ায় প্রায় এক লাখ সেনা অংশ নেয়, এবং এতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান ও যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক শক্তি প্রদর্শন করা হয়। বিশ্বজুড়ে যখন ন্যাটো সদস্য দেশগুলোর কারণে সামরিক উত্তেজনা চরমে, তখন এই মহড়া নতুন করে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। মহড়ার কয়েকদিন আগেই রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ার খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে।

উল্লেখ্য, এটি একটি কৌশলগত সময়েই অনুষ্ঠিত সামরিক মহড়া, যা বৈশ্বিক ভূরাজনীতি ও শক্তির ভারসাম্যে নতুন দিক উন্মোচন করতে পারে।

সূত্র: আল-জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.