× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা সিটিতে বোমাবর্ষণে ভয়াবহ পরিস্থিতি, বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক।

১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে নির্বিচারে বিমান ও ড্রোন থেকে বোমাবর্ষণ করছে দখলদার ইসরায়েল। এছাড়া বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে সেখানকার বাড়িঘর ধসিয়ে দিচ্ছে তারা। এতে গাজা সিটিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মধ্যগাজা থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছেন, এমন পরিস্থিতি মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি মধ্যগাজার একটি সড়ক থেকে বলেছেন, এখান দিয়ে অনেক মানুষ পালিয়ে যাচ্ছেন।

একটি ঠেলাগাড়িতে এক রোগীকে নিয়ে যেতে দেখেছেন তিনি। তাকে হাসপাতাল থেকে তার আত্মীয়স্বজনরা নিয়ে এসেছেন। জীবন বাঁচাতে তারা এখন উত্তর দিকে যাচ্ছেন।

হানি মাহমুদ বলেছেন, “ইসরায়েলিরা আরও হামলা ও অসহনীয় পরিস্থিতি সৃষ্টি করছে।”

গাজা সিটি থেকে আসা এক ব্যক্তি তাকে বলেছেন, গাজা সিটিকে ভয়াবহতা হচ্ছে। সেখানে অব্যাহত হামলা চলছে। আকাশ থেকে বিমান ও ড্রোন দিয়ে বোমাবর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী রিমোট কন্ট্রোল রোবট দিয়ে গাজা সিটিতে বিস্ফোরক পাঠাচ্ছে। এরপর সেগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক ভবন ধ্বংস করে দিচ্ছে।

জনবহুল ওই এলাকায় এমন হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় ও শঙ্কা তৈরি করছে। এতে করে সাধারণ মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। এখন গাজা সিটি থেকে দলে দলে মানুষকে উত্তর দিকে আসতে দেখা যাচ্ছে।

দুই বছর ধরে চলা যুদ্ধে গাজার মানুষ অসংখ্যবার বাস্তুচ্যুত হয়েছেন। দখলদাররা নিরাপদ আশ্রয়ের কথা বলে গাজাবাসীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। কিন্তু সেখানেও তারা হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনি এ উপত্যকায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত ও দেড় লাখ মানুষ আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.