ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গত ৩৮ দিনে মোট ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অর্থাৎ ১১ আগস্ট গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন করে প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এই তথ্য জানায়। খবর মিডল ইস্ট আইয়ের।
এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ১,৯৮৪ জন (৫৬ শতাংশ) উত্তর গাজা উপত্যকায় এবং ১,৫৫৮ জন (৪৪ শতাংশ) মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। এসব এলাকাকে ইসরায়েল ‘নিরাপদ মানবিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।
অফিসটি জানিয়েছে, নিহতদের এই সংখ্যা প্রমাণ করে যে ইসরায়েলি সেনারা বিশেষভাবে গাজা সিটির উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছিল, যাতে বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যায়। একই সঙ্গে ঘোষিত নিরাপদ এলাকায় হামলা চালানো অর্থ বেসামরিক নাগরিক ও আশ্রয়স্থলগুলোকে ‘ইচ্ছাকৃতভাবে’ নিশানা বানানো হয়েছে।
অফিসটি এসব তথ্যকে ‘পদ্ধতিগত গণহত্যার নীতি’র প্রমাণ হিসেবে বর্ণনা করেছে, যা ব্যাপক হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে বলা হয়, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন, জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা এই যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয় এবং ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনে।