× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুদানে ড্রোন হামলায় নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। দারফুরের আল-ফাশের শহরে গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক অধিবাসী জানিয়েছেন যে ফজর নামাজের সময় মসজিদে ড্রোন হামলা হয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ মারা যায়।মেডিকেল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় অন্তত ৭৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তবে প্রতিবেদন লেখার সময় ধ্বংসস্তূপ থেকে আরও অনেকের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছিল।

এ ঘটনায় দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হলেও তারা এর দায় নেয়নি। গত দুই বছরের বেশি সময় ধরে সুদানে সামরিক বাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে।

এর পরিপ্রেক্ষিতে দারফুরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা আল-ফাশের শহর পুরোপরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আরএসএফ। ফলে সেই এলাকার তিন লাখের বেশি বেসামরিক মানুষ সংঘাতের ফাঁদে আটকে পড়েছে।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আরএনএফের বিরুদ্ধে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় অ-আরব জাতিগুলো নির্মূলের অভিযোগ এনেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.