× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩ দেশ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি, ক্ষেপে গিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা । রোববার (২১ সেপ্টেম্বর) তিন দেশ থেকে একযোগে এ ঘোষণা আসে। কিন্তু সহজভাবে মেনে নিতে পারছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নানাভাবে হুমকি ও চাপ সৃষ্টি করে যাচ্ছেন ওই তিন দেশের ওপর।

ট্রাম্প ইতোমধ্যে কানাডার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং অস্ট্রেলিয়াকেও একইরকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন।

টেড ক্রুজ (টেক্সাস) ও এলিস স্টেফানিক (নিউইয়র্ক)-সহ ট্রাম্পের ২৫ জন ঘনিষ্ঠ নেতা ইতোমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েল সরকারের সর্বশেষ গাজা সিটি আক্রমণ এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে। সম্প্রতি জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, ‌‘গাজায় গণহত্যা চলছে’।

তাদের প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার উস্কানির অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং কমিশন বিলুপ্তির দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এই স্বীকৃতি এমন সময় এলো, যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং ইসরায়েল-হামাস দ্বন্দ্বের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক শান্তি সম্মেলন নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.