× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ‘গোপন অস্ত্রের’ ইঙ্গিত কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক।

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবি: সংগৃহীত।

উত্তর কোরিয়া ‘গোপন অস্ত্র’ তৈরি করেছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। এই অস্ত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করবে বলে জানান তিনি। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে দেওয়া ভাষণে কিম বলেন, পিয়ংইয়াংকে সব ধরনের সামরিক হুমকি প্রতিহত করার ক্ষমতাসম্পন্ন আরও শক্তিশালী বাহিনী ক্রমাগত সঞ্চয় করতে হবে। ওয়াশিংটন ও তার মিত্ররা উত্তেজনা বাড়ানো পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করছে।’

সেই হুমকি মোকাবিলার উত্তর কোরিয়া নতুন গোপন অস্ত্র অর্জন করেছে এবং প্রতিরক্ষা বিজ্ঞান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণাগত সাফল্য অর্জন করেছে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, পিয়ংইয়াং বিভিন্ন সামুদ্রিক সামরিক কার্যক্রম সম্পাদন করতে সক্ষম ধ্বংসাস্ত্র তৈরি করেছে। যা সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার জন্য কৌশলগত সফলতায় কাজ করবে। 

উল্লেখ্য, এ মাসের শুরুতে উত্তর কোরিয়া ঘোষণা করেছিল যে, তারা হাওসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের জন্য প্রস্তুত এক সলিড-ফুয়েল ইঞ্জিনের চূড়ান্ত স্থল পরীক্ষা সম্পন্ন করেছে, যা সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্রের মহাদেশ পর্যন্ত পৌঁছাতে পারে।

গত সপ্তাহে কিম তত্ত্বাবধান করেছেন কুমসং নামে পরিচিত কৌশলগত আক্রমণ ড্রোন এবং একটি অমানবিক কৌশলগত নজরদারি বিমানের পরীক্ষায়। মার্চ মাসে তিনি আআই-চালিত “সুইসাইড ড্রোন” পরীক্ষার তত্ত্বাবধান করেছিলেন।

ভাষণে কিম পর্যায়ক্রমিক পরমাণু নিরস্ত্রীকরণ ধারণারও সমালোচনা পুনরায় উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, “আমরা কখনো আমাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করনো না।” 

তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্র যদি তার অযথা পরমাণু নিরস্ত্রীকরণের আসক্তি পরিত্যাগ করে এবং বাস্তবতা স্বীকার করে; তাহলে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ার সুযোগ সৃষ্টি হতে পারে।

সূত্র: আরটি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.