× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আরও ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক।

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত।

আরও ছয়টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হবে। ফ্রান্স ও সৌদি আরবের আহ্বানে এই সম্মেলন শুরু হবে নিউইয়র্ক সময় বিকেল ৩টা। এতে বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানানো হয়েছে।

ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো ও আন্দোরা—এই ছয়টি দেশ সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া এই স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা

তবে এই উদ্যোগকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল’ বলে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটি ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সম্মেলনটি বয়কট করেছে। ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি ড্যানি ড্যানন একে ‘একটি সার্কাস; আখ্যা দিয়ে বলেন, আমরা মনে করি এটি সন্ত্রাসকে উৎসাহিত করছে, শান্তির জন্য সহায়ক নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, এই স্বীকৃতি কেবল ‘লোক দেখানো’। আমাদের অগ্রাধিকার হচ্ছে জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং হামাসমুক্ত টেকসই শান্তি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.