× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের ভিসা ফি ঘোষণার পর ভিসাপ্রতাশ্যাদীদের সুখবর দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক।

২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় বলা হয়েছে, কোম্পানিগুলোকে এখন থেকে এইচ-১বি কর্মী ভিসার জন্য প্রতি বছর ১ লাখ ডলার ফি দিতে হবে। এই প্রেক্ষাপটে চীন সোমবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা বিশ্বের সকল শিল্প ও ক্ষেত্রের ‘উল্লেখযোগ্য মেধাবীদের’ স্বাগত জানায়।

বেইজিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘বিশ্বায়নের যুগে মেধার সীমান্ত পেরোনো চলাচল প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে মুখ্য ভূমিকা রেখেছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের সকল খাতের অসাধারণ প্রতিভাদের চীনে আসতে। দেশটিতে মানব সমাজের টেকসই উন্নয়নে অবদান রাখতে আন্তরিকভাবে স্বাগত জানায়।’

তবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে গুও বলেন, ‘মার্কিন ভিসা নীতির বিষয়ে চীন কোনো মন্তব্য করে না।’

সম্প্রতি চীন তার ভিসা নীতিতে শিথিলতা এনেছে, যার ফলে এখন বহু দেশের নাগরিকরা চীনে ভ্রমণের জন্য ভিসা ছাড়াই প্রবেশ করতে পারছেন।

ট্রাম্পের এই নতুন ভিসা নীতির ঘোষণায় যুক্তরাষ্ট্রজুড়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে হোয়াইট হাউস দ্রুত একটি ব্যাখ্যা দিয়ে জানায়, এই ১ লাখ ডলার ভিসা ফি শুধু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এককালীন প্রযোজ্য, এটি কোনো বার্ষিক ফি নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘যারা ইতিমধ্যেই এইচ-১বি ভিসা পেয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন, তাদের পুনরায় দেশে প্রবেশের জন্য এই ফি দিতে হবে না।’

সূত্র: আনাদোলু এজেন্সি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.