× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজার পক্ষে বড় ঘোষণা মিশরের

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মিশর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যার উদ্দেশ্য গাজার পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ করা।

মাদবুলি বলেন, এই সম্মেলনের লক্ষ্য হলো প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা, যাতে ফিলিস্তিনি জনগণ নিজেদের ভূমিতে থাকতে পারে এবং ইসরায়েলি আগ্রাসনে সৃষ্ট বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই পুনর্গঠন প্রচেষ্টায় অবদান রাখার আহ্বান জানান।

এর আগে চলতি বছরের শুরুতে, মার্চ মাসে কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব লীগ শীর্ষ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে মিশর এই সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে যুদ্ধ আবার শুরু হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

সূত্র: বিবিসি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.