× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় মানবিক বিপর্যয়ের দায় নিতে হবে ইসরায়েলকে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২ পিএম

ছবি: সংগৃহীত।

গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের দায়ভার স্বীকার করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। একই সঙ্গে তিনি সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও পুনর্ব্যক্ত করেন।

সোমবার নিউইয়র্কে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে অ্যালবানিজ বলেন, “হাজার হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন। মানুষ  হতাশাগ্রস্ত। এমনকি শিশুরাও জরুরি সহায়তা থেকে বঞ্চিত। নিহত হয়েছেন ত্রাণকর্মীরা, যার মধ্যে একজন অস্ট্রেলিয়ানও রয়েছেন। নিহত হয়েছেন সাংবাদিকরাও, যারা সত্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেষ্টা করছিলেন।”

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হওয়ার একদিন আগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অ্যালবানিজ বলেন, “এটি পশ্চিম তীরে অবৈধভাবে বসতি সম্প্রসারণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি, ফিলিস্তিনের অংশ দখলের হুমকি এবং ফিলিস্তিনি জনগণকে স্থায়ীভাবে উচ্ছেদ করার প্রচেষ্টার সঙ্গে চলছে। এই আচরণই দ্বিরাষ্ট্র সমাধান ব্যর্থ হওয়ার দিকে নিয়ে যাচ্ছে।”

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে, চলমান গণহত্যার যুদ্ধের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

অ্যালবানিজ বলেন, “আমাদের অবশ্যই ভিন্ন পথ বেছে নিতে হবে, সহিংসতার এই চক্র ভাঙতে হবে এবং আরও ভালো কিছু গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া মানে কেবল আন্তর্জাতিক অঙ্গনে একটি কণ্ঠ বা ভোট পাওয়া নয়; বরং বাস্তবিকভাবে একটি মাতৃভূমি পাওয়ার আশাকে বাঁচিয়ে রাখা।”

সম্প্রতি জাতিসংঘের তদন্তকারীরা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ৬৫ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্যানুসারে, ইসরায়েল এ সময়ের মধ্যে অবরুদ্ধ উপকূলীয় এই অঞ্চলে ২৪৯ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.