× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘কাগজের বাঘ’ বলায় ট্রাম্পকে যে জবাব দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫ পিএম

ছবি: সংগৃহীত।

রাশিয়াকে অর্থনৈতিক সংকটে থাকা ‘কাগুজে বাঘ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের সমাপ্তির পর জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন ট্রাম্প। তবে এর পাল্টা জবাবও দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া একটি ভালুক, বাঘ নয় এবং কাগজের ভালুক বলে কিছু নেই। কাগুজে বাঘ’ দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিন বলেছে, ‘তাদের অর্থনীতি স্থিতিশীল।’ দিমিত্রি পেসকভ আরবিসি রেডিওকে বলেন, ‘রাশিয়া তার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে। তবে হ্যাঁ, রাশিয়া অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা সম্পর্কে পেসকভদ বলেন, ‘এর কার্যকারিতা প্রায় শূন্য। এই পথটি ধীর, খুব ধীর।’  আরবিসি রেডিওকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরো বলেন, ‘আমরা আমাদের স্বার্থ নিশ্চিত করতে এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘রাশিয়ার জন্য ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা আমাদের দেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য এটি করছি, আগামী বহু প্রজন্মের জন্য। অতএব, আমাদের কোনো বিকল্প নেই।’

সূত্র : রয়টার্স 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.