চীনের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এ বছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরে আছড়ে পড়েছে। ওই এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাগাসা এখন সুপার টাইফুন থেকে তীব্র টাইফুনে দুর্বল হয়েছে। তবে এখনো ভয়াবহ ধ্বংসাত্মক, যেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ২৪১ কিমি/ঘণ্টা।
ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য এই ঝড় গত কয়েক দিন ধরে দক্ষিণ চীন সাগরে তাণ্ডব চালাচ্ছিল।
এর আগে এই টাইফুন তাইওয়ানে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটায় এবং হংকংয়ে তাণ্ডব চালায় ভয়াবহ ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে। ফলে হংকং ও গুয়াংডংয়ে বুধবার স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে এক বাধ লেক উপচে পড়ে শহরে পানি ঢুকে গেলে এখনো ১৭ জন নিখোঁজ রয়েছে বলে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে। সোমবার থেকে দ্বীপটিতে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়।
পর্যটন শহর গুয়াংফুর অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, পর্যাপ্ত আগাম সতর্কতা দেওয়া হয়নি। সাধারণত কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত মানুষ সরিয়ে নেয়, যেহেতু তাইওয়ান প্রায়ই টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, প্রবল বর্ষণের সঙ্গে বিশাল ঢেউয়ে হংকংয়ের পূর্ব ও দক্ষিণ উপকূলের বহু এলাকা প্লাবিত হয়েছে। পানি রাস্তায় ও আবাসিক এলাকায় ঢুকে পড়েছে, কিছু সড়কও ডুবে গেছে।
সূত্র; দ্য গার্ডিয়ান ও বিবিসি