থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালের সামনের এলাকা দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বিশাল এই সিঙ্কহোল নিয়ন্ত্রণ করতে সরকার তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় শহরের বিদ্যুৎ, পানি সরবরাহ ও যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দেশটির অফিসিয়াল সূত্রে জানা গেছে, সিঙ্কহোলটির গভীরতা প্রায় ৫০ মিটার এবং এটি প্রায় ৯০০ বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এটি ভাজিরা হাসপাতালের সামনে সৃষ্টি হওয়ায় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তাটি ধীরে ধীরে বসে যাচ্ছে। একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বেরিয়ে বিদ্যুতের খুঁটি টেনে নিচে ফেলছে। ঘটনার সময় হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করে, তারা কোনো রোগী নেবে না।
থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, “আন্ডারগ্রাউন্ড ট্রেন প্রকল্পের মাটি সরে আসছিল। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।”
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, একটি পাইপ ফেটে যাওয়ায় বিদ্যুৎ ও পানির লাইনও কেটে গেছে। তিনি বলেন, “হাসপাতালে কোনো সমস্যা নেই, তবে পুলিশ স্টেশন নিয়ে আমরা উদ্বিগ্ন। এটি এখনো বিপজ্জনক এবং জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে।”
বুধবার দুপুর নাগাদ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি ধস আর বাড়ছে না। তারা ঘটনাস্থল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র; রয়টার্স