গাজায় চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ঐতিহ্যগতভাবে ইসরায়েলের মিত্র দেশগুলোও ক্রমশ সমালোচনামূলক অবস্থান নিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডা সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের এ বছরের ভাষণগুলোতে যুদ্ধের নিন্দা এবং যুদ্ধবিরতির আহ্বান ছিল অন্যতম মূল বিষয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, এসব কেবল মুখের কথা, খালি লোক দেখানো অবস্থান।
তিনি জাতিসংঘের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা মনের গভীরে জানেন যে, ইসরায়েল আসলে আপনাদের পক্ষেই লড়ছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি আপনাদের একটি গোপন কথা বলি—যেসব নেতারা আমাদের প্রকাশ্যে নিন্দা করেন, তারা ব্যক্তিগতভাবে পর্দার আড়ালে আমাকে ধন্যবাদ জানান।’
তিনি বলেন, ‘তারা আমাকে বলেন, ইসরায়েলের অসাধারণ গোয়েন্দা সংস্থার ওপর তাদের কতটা ভরসা, যা বারবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে, বারবার অগণিত প্রাণ বাঁচিয়েছে।’
সূত্র : আল জাজিরা