দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতি থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতারের বরাতে এই খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস।
প্রতিবদেন বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ (TVK)-এর সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন।
এদিকে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, 'করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।'