× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ভূয়সী প্রশংসা করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প পাকিস্তানের এই দুই নেতাকে অসাধারণ বলে অভিহিত করেন এবং জানান, ইসলামাবাদ শুরু থেকেই এই পরিকল্পনাকে সমর্থন জানিয়ে এসেছে।

ট্রাম্প বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল শুরু থেকেই আমাদের সঙ্গে ছিলেন। তারা অসাধারণ। তারা এখন একটি বিবৃতি দিয়েছে, যেখানে তারা পুরোপুরি এই চুক্তিতে বিশ্বাস রাখার কথা বলেছে। তারা ১০০ শতাংশ এই পরিকল্পনাকে সমর্থন করেছে।” 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শেষ করতে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, তার পেছনে মুসলিম ও আরব দেশগুলোর নেতারা অসাধারণ সহায়তা দিয়েছেন।

তিনি বলেন, “আমি অনেক আরব ও মুসলিম দেশের নেতাদের ধন্যবাদ জানাতে চাই। সৌদি আরব, কাতারের আমির, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের রাজা, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট—আমরা সবাই একসঙ্গে কাজ করেছি।” 

এই ২০ দফা পরিকল্পনা, যার আনুষ্ঠানিক নাম “গাজা সংঘাত নিরসনে সমন্বিত পরিকল্পনা”, হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের ঠিক আগে। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করেছে।

ট্রাম্প বিশেষভাবে প্রশংসা করেন শাহবাজ শরিফের এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত একটি বার্তার, যা হোয়াইট হাউসের ঘোষণার আগেই দেওয়া হয়। সেই বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো প্রয়োজনীয় সহযোগিতা দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত—এতে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে।”

সূত্র:  গালফ নিউজ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.