পাকিস্তানের অ্যান্টি-নারকোটিক্স ফোর্স (এএনএফ)-এর জনসংযোগ দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ কাকাভান্দ পাকিস্তানের এএনএফ সদর দপ্তর সফরের সময় বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদুল মুয়িদের সঙ্গে বৈঠক করেছেন।
ইরান ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধি দল দুটি দেশের মধ্যে মাদকবিরোধী কার্যক্রম নিয়ে পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো আলোচনা করেন এবং সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উভয় দেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও উন্নত করার বিষয়ে একমত হয়, যাতে মাদক পাচার চক্রগুলো ভেঙে ফেলা যায়। সীমান্তে মাদক চোরাচালান রোধে যৌথ অভিযান পরিচালনার বিষয়েও সম্মতি হয়। তারা দুই দেশের সীমান্তজুড়ে মাদক প্রবাহ ঠেকাতে যৌথ সীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানি প্রতিনিধি দলটি পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, ইসলামাবাদের অ্যান্টি-নারকোটিক্স ফোর্স অ্যাকাডেমি, একটি আসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এবং করাচির একটি বন্দর নিয়ন্ত্রণ ইউনিট পরিদর্শন করার কথা রয়েছে। এসব সফরের মাধ্যমে তারা পাকিস্তানের পেশাদার প্রশিক্ষণ, প্রতিরোধমূলক কর্মসূচি এবং পুনর্বাসন উদ্যোগ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।
বৈঠকে কাকাভান্দ পাকিস্তান অ্যান্টি-নারকোটিক্স ফোর্সের টেকসই মাদক নিয়ন্ত্রণ প্রচেষ্টার প্রশংসা করেন। দুই দেশই জোর দিয়ে বলেন, সীমান্ত অঞ্চলে আরও শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত অঞ্চল গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: মেহের নিউজ