× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজার দায়িত্ব ফিলিস্তিনি জনগণের হাতেই থাকবে: কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

০১ অক্টোবর ২০২৫, ১৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনাকে মধ্যস্থতাকারীদের মূল লক্ষ্য পূরণের উপযোগী বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।

আজ বুধবার (১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতি বন্ধ করা।

শেখ মোহাম্মদ জানান, পরিকল্পনাটি ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থন করেছেন। দোহা বিষয়টি হামাসের আলোচক দলের কাছে পৌঁছে দিয়েছে এবং পরিকল্পনার মূল কাঠামো নিয়ে আলোচনা করেছে।

যদিও এর বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করাই সবচেয়ে বড় অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সবাই একমত—যুদ্ধ থামাতে হবে, জনগণকে বাস্তুচ্যুত হওয়া থেকে বাঁচাতে হবে এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে। গাজার দায়িত্ব ফিলিস্তিনি জনগণের হাতেই থাকবে।’

পরিকল্পনাটিকে ইতিমধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও ইন্দোনেশিয়া সমর্থন জানিয়েছে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, তুরস্ক এখন ‘মার্কিন উদ্যোগের অংশ’ হয়ে দোহায় অনুষ্ঠিত মধ্যস্থতা বৈঠকে যোগ দিচ্ছে।

শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, ‘গাজার জনগণকে সুরক্ষা দেওয়া এখন প্রধান লক্ষ্য। এই সুযোগটি কাজে লাগাতে হবে।’

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের ওপর নজিরবিহীন হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ায় নেতানিয়াহু দোহাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় ট্রাম্প ও নেতানিয়াহু হোয়াইট হাউসে যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.