× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজামুখী ফ্লোটিলা থেকে আটক নাগরিকদের বিষয়ে ‍স্পষ্ট বার্তা কুয়েতের

আন্তর্জাতিক ডেস্ক।

০২ অক্টোবর ২০২৫, ১৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার ঘটনায় আটক নিজ দেশের নাগরিকদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েত।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহিয়া রাষ্ট্রীয় সংবাদসংস্থা কুনাকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং তাদের দ্রুত মুক্তির জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রচেষ্টা বাকি রাখবে না। কুয়েতি নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ফ্লোটিলা ট্র্যাকার অনুযায়ী, এ মানবিক বহরে তিনজন কুয়েতি নাগরিক ছিলেন। এর মধ্যে দুজনকে ইসরায়েলি বাহিনী ‘স্পেক্টর’ নামক নৌযান থেকে আটক করেছে। বর্তমানে আটক ব্যক্তিদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.