× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে ফিলিস্তিনি সংগঠনকে নিষেধাজ্ঞার প্রতিবাদ, গ্রেপ্তার ৪৯২

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ অক্টোবর ২০২৫, ১৮:৪২ পিএম

ফিলিস্তিনি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ করায় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এই নীরব অবস্থান কর্মসূচি থেকে মোট ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। 

আলজাজিরার খবরে বলা হয়, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড তুলে ধরেন, যেখানে লেখা ছিল ‘আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’

আয়োজকরা একে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞার পর সবচেয়ে বড় যৌথ প্রতিবাদের একটি হিসেবে বর্ণনা করেছেন।

ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি সংগঠনের মুখপাত্র জানান, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, শিখসহ বিভিন্ন ধর্মীয় পরিচয়ের মানুষ এ প্রতিবাদে অংশ নেন। তারা সবাই মিলে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দমননীতি ও নিষেধাজ্ঞার বিরোধিতা করতে এসেছিলেন।

সম্প্রতি যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সরকারের এই ঘোষণার ফলে সংগঠনটিকে সমর্থন জানানো বা প্রচারণা চালানোকে এখন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এবং এর জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.