× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি, স্বাগত জানাল ৮ মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ অক্টোবর ২০২৫, ১৯:০৮ পিএম

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি জানানোকে স্বাগত জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। তারা এ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

রোববার এক যৌথ বিবৃতিতে মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এতে সমর্থন জানান।

বিবৃতিতে তারা ট্রাম্পের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানান। পাশাপাশি হামাসের সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করার কথাও বলেন। তারা ট্রাম্পের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন।

মন্ত্রীদের মতে, এটি গাজার বেসামরিক জনগণের মানবিক বিপর্যয় মোকাবিলা এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি বাস্তব সুযোগ।

হামাস গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির হাতে হস্তান্তর করতে প্রস্তুত। এ ঘোষণাকেও স্বাগত জানায় দেশগুলো। তারা দ্রুত আলোচনার মাধ্যমে প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের আহ্বান জানায়।

বিবৃতিতে আট দেশ যুদ্ধ অবসান, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধাহীনতা, সাধারণ মানুষের সুরক্ষা, জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধ এবং সব বন্দি মুক্তির ওপর গুরুত্ব দেয়।

তারা আরও জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজায় প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, পশ্চিম তীর ও গাজার পুনঃএকত্রীকরণ এবং সব পক্ষের নিরাপত্তা নিশ্চিতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

দেশগুলো ইসরায়েলের গাজা থেকে পূর্ণ প্রত্যাহার, উপত্যকার পুনর্গঠন এবং দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়।

সূত্র : শাফাক নিউজ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.