যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যদি গাজা থেকে ক্ষমতা ও নিয়ন্ত্রণ ছেড়ে না দেয়, তবে তাদের সম্পূর্ণ ধ্বংস করা হবে। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রোববার (০৫ অক্টোবর) সিএনএন-এ এ সাক্ষাৎকার প্রচার করা হয়।
ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তাঁর মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু কি গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে সম্মত, তখন তিনি বলেন, “হ্যাঁ।”
ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি শিগগিরই জানতে পারবেন হামাস শান্তির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ কি না।
ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, হামাসকে অবশ্যই ৪৮ জন জিম্মিকে (যার মধ্যে প্রায় ২০ জনকে ইসরায়েল এখনও জীবিত মনে করছে) মুক্তি দিতে হবে, গাজায় ক্ষমতা ছাড়তে হবে এবং নিরস্ত্র হতে হবে। এর বিনিময়ে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং গাজায় হামলা বন্ধ করবে।
তবে এই প্রস্তাবে ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্র গঠনের কোনো রূপরেখা নেই; যদিও নেতানিয়াহু এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
হামাস চুক্তির তিনটি বিষয়েই সম্মত হয়েছে। এগুলো হলো সকল জিম্মিকে মুক্তি দেওয়া, ক্ষমতা হস্তান্তর করা এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার।
হামাস জানিয়েছে, চুক্তির বাকি বিষয়গুলো অন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এটি একটি “সমষ্টিগত জাতীয় অবস্থান”-এর অংশ।
সূত্র: দ্য গার্ডিয়ান